দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: বিদেশি দুইজন নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের হাত রয়েছে মর্মে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে জামায়াতে ইসলামী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃশফিকুর রহমান রোববার বিকেলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন৷বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে ঢাকা ফিরে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতকে জড়িয়ে দেয়া বক্তব্য সম্পূর্ণ অসত্য৷তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক হত্যার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি৷ তাদের উচিত ছিল বিদেশি নাগরিকদের নিরাপত্তা আরো জোরদার করা৷ অথচ লোক দেখানো কিছু তত্পরতা গ্রহণ করা ছাড়া কার্যত: কোন পদক্ষেপ নেয়া হয়নি৷
ফলে মাত্র ৫ দিনের মাথায় আবার একজন জাপানি নাগরিককে হত্যা করা হলো৷ খুনি চিহ্নিত হওয়ার আগেই স্বয়ং প্রধানমন্ত্রী যখন এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত রয়েছে মর্মে বক্তব্য দেন৷ তখন কি প্রকৃত খুনিদের চিহ্নিত করা আদৌ সম্ভব? দেশবাসী আশা করেছিল নিরপেক্ষ তদন্ত করে সরকার দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে৷ কিন্তু সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে৷ইতালীয় নাগরিক নিহত হওয়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছিল৷ বিদেশি নাগরিকদের জানমাল রক্ষার দায়িত্ব পালনে সরকারের নজিরবিহীন ব্যর্থতা ঢাকা দেবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত রয়েছে’ বলে বক্তব্য দিচ্ছেন৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷
দেশবাসী আশা করে অযথা কাদা ছোড়াছুড়ি না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেয়ার ব্যবস্থা করা হবে৷ প্রধানমন্ত্রী দেশ ও জাতির স্বার্থে কারো ওপর অযথা দোষ না চাপিয়ে নিরপেক্ষ এবং অর্থবহ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলেও আশা করছে জামায়াত৷