Iraq_806382173

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।শনিবার আন্তর্জাতিক সময় দুপুর আড়াইটার দিকে বাগদাদের উত্তরাঞ্চলীয় শিয়া অধ্যুষিত জেলা কাদিমিয়া ও হুরিয়ায় এ হামলা দু’টির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।কাদিমিয়ার হামলাটি হয়েছে এই জেলার আদান স্কয়ারে। এই স্কয়ার সেখানকার মূল শিয়া মসজিদের প্রবেশ পথে অবস্থিত। শনিবার এই এলাকায় প্রচুর দর্শণার্থীর ভিড় জমে।

পুলিশের এক কর্নেল সংবাদমাধ্যমকে বলেছেন, কাদিমিয়ায় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর হুরিয়ার হামলাটি চালিয়েছে একজন আত্মঘাতী হামলাকারী।ইসলামিক স্টেট (আইএস) উভয় হামলার দায় স্বীকার করে নিয়েছে।এর আগে চলতি বছর ফেব্র“য়ারিতেও আদান স্কয়ারে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। সে সময় ওই হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।