দৈনিকবার্তা-ঢাকা, ০৪ অক্টোবর ২০১৫: বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছে বিএনপি৷ রোববার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন৷
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জানাতে অ রোববার বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করেন৷ সেখানে এক প্রশ্নের জবাবে দুই বিদেশি নাগরিক হত্যা সম্পর্কে বলেন, এই হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে৷ তাদের এক নেতার বক্তব্যের কথাও তুলে ধরেন তিনি৷সংবাদ সম্মেলনে রংপুরে জাপানি নাগরিক হত্যার পর বিএনপির দুই নেতাকে সাদা পোশাকে র্যাবের ধরে নিয়ে যাওয়াকে দেশের জন্য আশঙ্কার বলেও মন্তব্য করেন বিএনপির মুখপাত্র বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যার
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, দুই বিদেশি হত্যার বিষয়টি যখন তদন্ত পর্যায়ে আছে, তখন শাসক দলের প্রধানের এ ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত৷গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুন হওয়ার পর জঙ্গি গোষ্ঠী আইএস এর দায় স্বীকার করেছে বলে খবর দেয় সাইট ইন্টিলিজেন্স গ্রুপ নামের একটি সংস্থা, যারা জঙ্গি তত্পরতা পর্যবেক্ষণ করে৷তবে ওই তথ্যের প্রমাণ মেলেনি’ জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এটা তাদেরই ষড়যন্ত্র৷
রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব অর্জন একেবারে ধ্বংস হয়ে গেল এই দুই ঘটনায়, এই যদি আপনাদের চিন্তা ভাবনা হয়, তাহলে তো আমার মনে হয় যে বিএনপি-জামায়াত রাজাকারদের যে উদ্দেশ্য সেটাই সফল৷তারা এ ঘটনাগুলি… পেছনে নিশ্চয়ই মদদ আছে৷ এবং এটা করাই হচ্ছে আমাদের অর্জনটা যেন প্রশ্নবিদ্ধ হয়৷আসাদুজ্জামান রিপন বলেন, একদিকে তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, বিষয়টি তদন্তাধীন৷ অন্যদিকে তিনি যখন বিএনপির নাম উল্লেখ করে বা অন্য কোনো বিরোধী দলের নাম উল্লেখ করে বলেন যে এদের সঙ্গে সংশ্লিষ্টতা আছে- তার এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক৷বিএনপি প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্বশীল মন্তব্য আশা করে বলেও মন্তব্য করেন রিপন৷তিনি বলেন, ইতালীয় ও জাপানী নাগরিক হত্যার দায় প্রাথমিকভাবে আইএস নামে একটি সংগঠন স্বীকার করেছে৷ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে নিজেও বলেছেন, শিকাগো থেকে একটি ফেইসবুক স্ট্যাটাসে ইতালীয় নাগরিক হত্যার দায় স্বীকার করেছে৷ এর সত্যতা যাচাই করার প্রশ্ন আছে৷এব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেউ নিশ্চিত নন৷ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণ ও উন্নয়ন সহযোগীদের আশ্বস্ত করেছেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই৷ এরপরও আইএসের নামটি বার বার আসছে৷ আমরা মনে করি, বিষয়টি খতিয়ে দেখা উচিত্৷দুই বিদেশি নাগরিক হত্যার দ্রুত তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি৷
রংপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির নেতা রাশেদুন্নবী বিপ্লবকে সাদা পোশাকে র্যাবের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন রিপন৷চবি্বশ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির না করাটা উদ্বেগজনক বলে মন্তব্য তিনি অবিলম্বে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান ৷বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, যুব বিষয় সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তকদির হোসেন জসিম, আলবার্ট পি কস্টা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন৷