Agailjhara2

দৈনিকবার্তা-গৌরনদী, ০৪ অক্টোবর ২০১৫: ঢাকায় অপহরণের ৩ মাস ২০ দিন পর অপহৃতা স্কুল ছাত্রী আগৈলঝাড়া থেকে উদ্ধার করা হয়েছে৷ এসময় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ৷ উভয়কে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দত্তের পসারি বুনিয়া গ্রামের রাজ্জাক জমাদ্দারের মেয়ে ও নবম শ্রেনির ছাত্রী আকলিমা রাজ্জাক ওরফে রাত্রিকে (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ১২ জুন অপহরণ করে মাদারীপুর সদর উপজেলার ধুরিয়াইল গ্রামের রবিউল ইসলাম বেপারীর ছেলে মেহেদী হাসান শুভ ওরফে রবিন (২৫)৷ রাত্রি তার পরিবারের সাথে ঢাকার কাফরুল থানাধিন ৪০৮/২ সেনপাড়া পর্বতা এলাকায় বসবাস করত৷ অপহরণকারী রবিনও ওই এলাকার ৪৩৮/৫ বাসায় বসবাস করত৷ এঘটনায় অপহৃতার পরিবার বাদী হয়ে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১২ জুন মামলা করেন, নং- ৩৪৷ গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এএসআই মকবুল গত শুক্রবার বিকেলে অপহরণকারী রবিনের নানা বাড়ি উপজেলার উত্তর সেরাল গ্রামে রায়হান মৃধার বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রী রাত্রিকে উদ্ধার করে৷ এসময় অপহরনকারী রবিনকেও গ্রেফতার করে পুলিশ৷ গত শনিবার সকালে অপহরনকারী রবিনকে আদালতে ও অপহৃতা রাত্রিকে সেইভ হোমে প্রেরণ করেছে পুলিশ৷