দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৪ অক্টোবর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিডিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমুল পর্যায়ের মেধা অন্বেষনের অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আদিল উদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।রোববার দুপুরে এডুকেশন এন্ড প্লানিং ডেভেলপমেন্ট (ইপিডি)’র নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আদিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেড এর পরিচালক আলহাজ্ব নুর আলম বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইসরাইল হোসেন, এস এ টিভি, দৈনিক বণিক বার্তা, রাইজিংবিডিডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি ও দৈনিক বীরদর্পণ এর সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ,জাহানারা বেগম কওমিয়া ও হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকী, শৈলকুপা থানার এস আই মাজহারুল ইসলাম। আদিল উদ্দিন ডিগ্রী কলেজের ৪’শ জন শিক্ষার্থীদের এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।