দৈনিকবার্তা-রংপুর, ০৪ অক্টোবর ২০১৫: রংপুরের কাউনিয়া উপজেলার সরাইল ইউনিয়নের নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিও (৫৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে কাউনিয়া থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩ জনকে আসামি করা হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শনিবার বেলা পৌনে ১১টার দিকে জাপানি নাগরিককে গুলি করে মুখোশধারী কয়েকজন দূর্বত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ জনকে আটক করেছে ।
এদিকে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করেছে বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে দেশের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমসহ টেলিভিশন মিডিয়ায়। এদিকে, জাপানি নাগরিক হোসি কোমিও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জাপান দূতাবাস ও রাজশাহী সিআইডির একটি স্পেশাল টিম এখন রংপুরে অবস্থান করছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত দল দুটি ঘটনাস্থল কাচু আলুটারী পরিদর্শনে যান। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
এরপর তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা জাপানির লাশ দেখতে যান। হিমঘরে রাখা লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করেন। লাশ পরীক্ষা করেন প্রতিনিধি দলের সাথে আসা দুই জাপানি চিকিৎসক ও অপরাধ বিশেষজ্ঞ। বুকে, কাধ ও হাতের যে সব স্থানে গুলি করা হয়েছে সে সব স্থান দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। হিমঘর থেকে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্নের উত্তর দেননি দল দুটি। সার্বিক বিষয় নিয়ে রোববার দুপুর পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর কেউই মুখ খোলেননি।এদিকে শনিবার রাতে তারা স্থানীয় এসপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে জাপানি দূতাবাসের চীফ সিকিউরিটি অফিসার কিনজুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং রাজশাহী সিআইডি পুলিশের পরিদর্শক এনাম আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রংপুর যান।