Gazipur-(2)- 04 October 2015- NU Professor awarded best story award in Colombo

দৈনিকবার্তা-গাজীপুর, ০৪ অক্টোবর ২০১৫: শ্রীলংকার রাজধানী কলোম্বোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের ্প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন শ্রেষ্ঠ প্রবন্ধ পুরুস্কার লাভ করেছেন। গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ কলোম্বোতে অনুষ্ঠিত Challenges for Information Professioals and LIS Services in the 21st Century শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে এ পুরুষ্কার লাভ করেন। তাঁর প্রবন্ধের বিষয়বস্তু ছিলো Libraries for changing lives of the sex workers: a new approach for socially disadvantaged people in Bangladesh শ্রীলংকান লাইব্রেরী অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওই সম্মেলনে ৩০ টি বাছাইকৃত গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপিত হয়।

শ্রীলংকা ছাড়াও বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, সাউথ আফ্রিকা, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকেও প্রবন্ধ উপাস্থাপন করেন নিজ নিজ দেশের খ্যাতিমান গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানীগণ। দেশ-বিদেশের প্রায় পাঁচ শতাধিক গ্রন্থাগার ও তথ্য পেশাজীবী এই সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রবন্ধ উপাস্থাপন ছাড়াও ২ দিন ব্যাপি এই আন্তর্জাতিক সম্মেলনে প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন সভাপতি হিসেবে ২ টি সেশন পরিচালনা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।