Gazipur-(1)- 04 October 2015- Agriculture Minister inaugurated training at NATA

দৈনিকবার্তা-গাজীপুর, ০৪ অক্টোবর ২০১৫: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার কর্মকর্তা-কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম নিয়েছে। তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ জনসেবা দ্রুততার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য তৈরি হতে হবে।

তিনি রোববার দুপুরে গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তে বাংলাদেশ সিভিল সার্ভিসের নবীন কর্মকর্তাদের জন্য আয়োজিত ৬ মাস মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।নাটা’র মহাপরিচালক ড. মুহাম্মদ মাতহুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সিভিল সার্ভিসের ৮টি ক্যাডারের ৩৮জন নবীন কর্মকর্তা ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছে।পরে একাডেমি প্রাঙ্গণে মন্ত্রী একটি নারিকেল গাছের চারা রোপন করেন।