saudi-stempede_164190

দৈনিকবার্তা-ফেনী, ০৩ অক্টোবর ২০১৫: জান্নাতুল বাকীতে মায়ের দাফন হয়ে গেছে কয়েকদিন আগে। তারা জানেনা তাদের মা আর কোনদিন ফিরবে না তাদের কাছে। বুকে জড়িয়ে আদর করবেনা শাকির-শাফা মনিকে। তবুও এখনো মায়ের অপেক্ষায় পথ চেয়ে আছে জোনায়িদ আবদীন শাকির (১১) ও জাকিয়া আবদীন শাফা (০৬)। পবিত্র হজ্ব পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে গত ২৪ সেপ্টেম্বর মারা যান শাকির ও শাফার মা খালেদা আক্তার (৩৪)। গুরুতর আহত হন তার স্বামী জয়নাল আবদীন। তিনি এখনো সৌদি আরবে চিকিৎসাধীন। ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর গ্রামে জয়নাল আবদীনের বাড়ী। তিনি ফেনী জেলা সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস প্রধান হিসেবে কর্মরত।

জানা গেছে, গত ২৭ আগস্ট হজ¦ পালন করতে যান জয়নাল আবেদীন ও তার স্ত্রী খালেদা আক্তার। গ্রামের বাড়ি রাজষপুরে দাদা-দাদির কাছে রেখে যান শাকির ও শাফাকে। শাকির ফেনী পাইলট হাই স্কুলের ষষ্ঠ শ্রেনীতে পড়ে। আর শাফা পড়ে ফেনী শিশু নিকেতনে ২য় শ্রেনীতে। শাফা এখনো অবুঝ। মাকে ছাড়া কিছুই বুঝতে চায়না সে। মায়ের ফোন পেলে তারপর খুশি হতো শাফা। মা তাকে বলেছিল, কোরবানির ঈদে গরু জবাইয়ের পর মাকে যেন ফোন দেয়। গরু জবাইয়ের খবর জানাতে মায়ের কাছে ফোন দিতে চেয়েছিল শাফা। কিন্তু তার আগের দিনই পরপারে পাড়ি জমান খালেদা। জয়নাল আবদীনের পরিবারের কাছে ঈদ বিষাদে পরিনত হয়। জয়নাল আবদীনের বাবা শোকে শুধু বুক চাপড়াচ্ছিলেন। আর মায়ের হুঁশ নেই। এখনো শোকের মাতম কাটেনি রাজষপুরে। রাজষপুর ঈদগাহ ময়দানে নিহত খালেদা খানমের গায়েবানা জানাযা অনুষ্ঠিত