দৈনিকবার্তা-গাজীপুর, ০৩ অক্টোবর ২০১৫: গাজীপুরে দুইটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৬টি ম্যাগজিন, দুইটি রাম দা ও একটি চাইনিজ কুড়ালসহ এক যুবক হানিফ মিয়াকে (১৮) আটক করেছে র্যাব-১-এর সদস্যরা। আটক হানিফ জয়দেবপুর থানার বারবৈকা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। শনিবার র্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারবৈকা এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত সোয়া ৩টার দিকে র্যাব-১-এর জেষ্ঠ্য উপ-পরিচালক (এডি) জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে অস্ত্রধারী সন্ত্রাসী হানিফকে দুইটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৬টি ম্যাগজিন, দুইটি রাম দা ও একটি চাইনিজ কুড়ালসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত হানিফ জানায় , উদ্ধারকৃত অস্ত্র গুলি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের। তারা আশেপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অস্ত্রবাজি করে এবং অস্ত্র ভাড়া দেওয়াসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত। সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপটির সক্রিয় সদস্য দেলোয়ার ও সবুজ পলাতক রয়েছে। এ ব্যাপারে শনিবার জয়দেবপুর থানায় মামলা হয়েছে।