1429366431

দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ০৩ অক্টোবর ২০১৫: খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি-তাইন্দং ও আলুটিলা পৃথক এলাকায় যাত্রীবাহী বাস-ভনভন গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ কবির হোসেন নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। চমেক’র উদ্দেশ্যে নিয়ে যাওয়া গুরুতর আহত ২জন পথে মধ্যে মারা গেলে তাদের নাম পাওয়া যায়নি। এ ছাড়া উভয় পৃথক ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫জন যাত্রী। শুক্রবার সকাল পৌনে এগারটার দিকে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের পুরান বড়নাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপর একটি দুপুর ১টা দিকে আলুটিলা পর্যটন গেইটস্থ যাত্রী ভর্তি ভনভন গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা খেলে সকালেই গুরুতর আহত হয় ।

ঘটনা স্থল সূত্রে জানা যায, মাটিরাংগা উপজেলার তাইন্দং-তবলছড়ি থেকে চট্টগ্রামগামী একটি রিজার্ভ বাস(চট্টমেট্রো-১১-০০৯৫) পুরান বড়নাল এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লোঙ্গার পড়ে উল্টে যায়। এতে প্রায় প্রায় ৩০ফুট খাদে নিচে পড়ে যায় বাসটি। যাত্রীদের সকলেই গার্মেন্ট শ্রমিক। তারা সকলেই মাটিরাঙ্গার তাইন্দং থেকে চট্টগ্রামের কর্মস্থলে যাচ্ছিল।প্রত্যক্ষ দর্শী ও স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী সদস্যরা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত মোঃ কবির হোসেন উপজেলার তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সাফর আলীর ছেলে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নুর আহাম্মদ, শানু, সাখাওয়াত হোসেন ও মনির হোসেন নামে চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মানিকছড়ি উপজেলা থেকে বেড়াতে আসা রিছাং ঝর্না ও আলুটিলা ঘুরে বের হয়ে রিজার্ভ করা ভনভন গাড়ীটি খাগড়াছড়ি উদ্দেশ্যে পাহাড় নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত আশংকাজনক ২০জন গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন মানিকছড়ি চিনুবাই মারমা(২২), ক্রাঞোরী মারমা(৩০), দোকানদার মোঃ আবু মুসা(৬৫), উক্যইনয্যা মারমা(০৭), অংহ্লানু মারমা(০৭), সুইনুচিং মারমা(০৮), পাইগই মারমা(১৪), শিশির মারমা(০৮), উ¤্রাচিং মারমা(১৫), ক্রাচিং মারমা(০৮), মিতালী চৌধুরী(২৮), উংখিন মারমা(১১) । এদের মধ্যে অনেকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করছে ।খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক জানান, বড়নাল ও আলুটিলা বিচ্ছিন্ন সড়ক দুর্ঘটনা অধিকাংশ আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে । গুরুতর আহতদের চমেক’র স্থানান্তর করা হয়েছে ।

এদিকে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে আহতদের আহাজারীতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। আহতদের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেনীর মানুষের উপস্থিতিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাৎক্ষনিক সড়ক দুর্ঘটনা খবরাখবর নিতে হাসপাতলে ছুটে আসেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ জাহেদুল আলম, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা ¤্রাসাথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবে’র সাধারন সম্পাদক মোঃ আবু দাউদ, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা সাথোয়াইঅং মারমা আপ্রুশি, মানিকছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক চিংহ্লামং মারমা মিন্টু প্রমূখ ।বড়নাল আহতদের মধ্যে অধিকাংশই নারী বলে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ দত্ত জানান।

আহতদের অনেককেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।আহতদের চিকিৎসা নির্বিঘœ করতে মাটিরাঙ্গা থানার এসআই মোহাম্মদ ইসমাইল’র নেতৃত্বে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভুমি) ইমরুল কায়েস এবং মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো। এ ছাড়াও আহতদের দেখতে মাটিরাঙ্গা হাসপাতালে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা আওযামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল হক, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন স¤পাদক আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওযামীলীগের সাধারন স¤পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারন স¤পাদক কে এম ইসমাইর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন স¤পাদক মোঃ বদিউল আলম, সাংগঠনিক স¤পাদক মো: জিয়াউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো জানান, মাটিরাঙ্গার আইন্দং থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য একটি বাস রিজার্ভ করেন স্থানীয় গার্মেন্ট কর্মীরা। যাত্রীবাহী বাসটি শুক্রবার সকালের পুরান বড়নাল এলাকায় পাহাড় উঠতে গিয়ে দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে এক গার্মেন্ট শ্রমিক নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন। অতিরিক্ত যাত্রী বহনের কারনেই দুর্ঘটনাটি ঘটে বলে জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাদে পড়া যাত্রী বাসে এখনো রাত অবধি পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।