দৈনিকবার্তা-ঢাকা, ০৩ অক্টোবর ২০১৫: গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।উল্লেখ্য, শুক্রবার ভোরে লিটনের আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে সৌরভ মিয়া নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। এসময় লিটন মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়। তবে শিশুটি বর্তমানে শংকামুক্ত। শুক্রবার সাংসদ লিটনের গাড়ি থেকে ছোঁড়া গুলিতে সৌরভ মিয়া নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
এসময় আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরকার তাদের দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহনীর সদস্যদের দিয়ে হামলা চালাচ্ছে। সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ায় সরকারে বাঁধা দেয়া তীব্র নিন্দা জানান তিনি। দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দিয়ে দিয়ে আবারও নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান রিপন।তিনি বলেন, বিনাভোটে বর্তমান সংসদ গঠিত হয়েছে।তাই এই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
২০১৯ সালের আগে কোন নির্বাচন নয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। দেশে বর্তমানে সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে দলটির মুখপাত্র বলেন, সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, গত কয়েক দিনে দেশে দুই বিদেশি নাগরিক খুনের ঘটনা খুবই উদ্বেগজনক। কর্তৃত্ববাদী শাসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে দেশের নাগরিকেরা এখন নিরাপত্তাহীন।আসাদুজ্জামান অভিযোগ করেন, বাংলাদেশকে শাসকদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। রাষ্ট্র ও সমাজে মানুষ এখন ঘরে-বাইরে আর কোনোভাবেই নিরাপদ বোধ করছে না। বিনা ভোটের এমপিরা, শাসকদলের ক্যাডাররা সারা দেশে যেভাবে তাণ্ডব ও নৈরাজ্য বিস্তার করছে-তাতে এখন মায়ের পেটের শিশু যেমন নিরাপদ থাকেনি, সাধারণ মানুষসহ অবুঝ শিশুরাও তাদের সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছে প্রতিদিন।
আসাদুজ্জামান বলেন, দেশে সুশাসনের কোনো বালাই নেই, আইন প্রয়োগকারী সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠায় অসহায় হয়ে পড়েছে। লক্ষ্মীপুর জেলায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে আসাদুজ্জামান বলেন, বিএনপি পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করাই এর লক্ষ্য।সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন