দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০২ অক্টোবর ২০১৫: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কর্মসূচীর আওতায় ঝিনাইদহের তাল, নিম, খেজুর ও নারিকেল গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।শুক্রবার সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের মহাসড়ক থেকে গুচ্ছগ্রাম হয়ে সমেশপুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় এ চারা রোপন করা হয়।সৌদি নার্সারী এন্ড কৃষি ফার্মের সহযোগীতায় এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামূল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমর কুমার মিত্র, সৌদি নার্সারী এন্ড কৃষি ফার্মের স্বত্তাধীকারী ইদ্রিস আলী।অনুষ্ঠানে চারা বিতরণের পর রোপন করা হয়।