দৈনিকবার্তা-ঢাকা, ১অক্টোবর ২০১৫ : সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আনা একটি রিট পিটিশন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বৃহস্পতিবার বেঞ্চ এমপি বদির আবেদনটি উপস্থাপিত হয়নি- মর্মে’ খারিজ করে দেয়।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ আদেশের ফলে সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা দুর্নীতি সংক্রান্ত মামলা চলবে।
ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে আগামী ৬ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বদির পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী প্রবীর হালদার।দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান গত বছর ২১ অগাস্ট ঢাকার রমনা থানায় সংসদ সদস্য বদির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা রুজু করেন। ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। দুদকের উপ-পরিচালক মনজুর মোরশেদ চলতি বছর ৭ মে এ মামলায় অভিযোগপত্র দেন। এরপর গত ৮ সেপ্টেম্বর ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দিলে মামলাটি বিচারের পর্যায়ে আসে। বদি এ মামলায় জামিনে রয়েছেন।