দৈনিকবার্তা-ঢাকা, ১অক্টোবর ২০১৫ : নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই ‘স্বর্ণালী সতের’-তে পা রাখলো। পহেলা অক্টোবরে চ্যানেল আই- এর ১৭তম জন্মদিনের সূচনালগ্লে প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নেন- নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব, ইকবাল হোসেন টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীরউত্তম), সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ চ্যানেল আই পরিবারের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১১.০৫ মিনিটে দিনব্যাপি জন্মদিন উৎসবের কার্যক্রমের উদ্বোধনী করা হয়। এরপর দিনব্যাপি চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন- রাজনীতিবীদ, সুশিল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, দেশের খ্যাতিমান তারকারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। জন্মদিনের উৎসবে গান পরিবেশন করেন- আবদুল জব্বার, ফরিদা পারভীন, ফকির আলমগীর, ফেরদৌস আরা, শফি মন্ডল, শাহীন সামাদ,বাপ্পা মজুমদার, পলাশ, রুমানা ইসলাম, দিঠি আনোয়ার, জলের গান, চ্যানেল আই সেরাকন্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা।