দৈনিকবার্তা-চরফ্যাশন, ১অক্টোবর ২০১৫ : ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজ্জাকের পিতা মো. হোসেন মিয়া বুধবার রাতে শশীভূষণ থানায় ১৭ জন জ্ঞাত ও ২০/২৫ জনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করেছে বলে থানার অফিসার ইনচার্জ সামছুল আরেফিন সহ পারিবারিক ও রাজনৈতিক সুত্র নিশ্চিত করেছেন। ঈদুল আয্হার দিবাগত রাতে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আ.রাজ্জাক ঘাতকদের হাতে নির্মম ভাবে খুন হওয়ার কারনে বাদী হোসেন মিয়া পুত্র শোকে কাতর হওয়ায় এজাহার দায়ের করতে বিলম্ব করেন বলে এজাহারে উল্লেখ করেন। উল্লেখ্য যে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাজারি গঞ্জ ইউনিয়নের বেড়িবাধ এলাকায় হামলার শিকার হয়।
স্থায়ীরা জানান, ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাক ঈদের দিন শেষে রাত সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেল যোগে দলের নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করতে উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের দিকে রওনা হয়। পথের মধ্যে একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে অস্ত্রের মূখে জিম্মি করে রাজ্জাককে নিয়ে যায় বেড়ির পার এলাকায়। সেখানে গাছের সাথে বেধে তার হাতের আঙ্গুল ও দুই পা সহ শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে ফেলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।