shilpokala-doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৫ : ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছেন ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ প্রতিযোগিতা। বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।প্রতি মাসের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। তারই অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত হয়েছে ১০টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ২টি প্রামাণ্য চলচ্চিত্র ও ১টি এনিমেটেড স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো নূন্যতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেয়া হবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে ২ অক্টোবর শুক্রবার। বিকেল ৩ টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭ টায় চলচ্চিত্র প্রদর্শন করা হবে।