দৈনিকবার্তা-ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৫ : সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তা ছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামানও একই তথ্য জানিয়েছেন।নিহতদের লাশ সৌদি আরবের কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় আহত আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মন্ত্রণালয় বলছে, সৌদি সরকার নিহতদের ছবি প্রকাশ অব্যাহত রেখেছে। তাই নিহত বাংলাদেশিদের সংখ্যা আরও বাড়তে পারে।সৌদি আরবে একজন হজ কর্মকর্তা বলেন, মোট ১২৮ জন হাজি নিখোঁজ ছিলেন বলে প্রাথমিক অবস্থায় তাঁদের কাছে তথ্য ছিল। এখনো ৫২ জন হাজি নিখোঁজ আছেন বলে তাদের কাছে তথ্য আছে। ১২৮ জনের নিখোঁজ তালিকায় থাকা ৩০ জনকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে । জেদ্দা কন্স্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম জানিয়েছেন, মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে মক্কার মাইশাম হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতদের এ পর্যন্ত মধ্যে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কনসাল জেনারেল।বাকি মরদেহ আত্মীয়-স্বজনরা সৌদিতে থাকলে তাদের যথাযথ পরিচয়সহ চিহ্নিত করে বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, সোমবার স্থানীয় সময় রাত দশটায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মিনার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ।তিনি বলেন, ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া নিহতদের মধ্যে আরো ৫ জন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছি। নিখোঁজদের ব্যাপারে স্থানীয় হাসপাতালসহ সব জায়গাতে খোঁজ নেয়া হচ্ছে।এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদেহগুলো শনাক্ত করতে সহায়তা করার জন্য মক্কায় বাংলাদেশ হজ মিশনের সঙ্গে কক্ষ নম্বর-১০৭, ফোন- ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০, ই-মেইল- সরংংরড়হযধলল@মসধরষ.পড়স ঠিকানায়যোগাযোগ করার জন্য নিখোঁজ হাজীদের আত্মীয়-স্বজন, তাদের সফরসঙ্গী এবং হজ এজেন্টের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, মিনায় দুর্ঘটনার পর থেকে পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়া সৈয়দ মুশফিকুল ইসলামের (৫৬) সন্ধান পাচ্ছেন না তার স্বজনরা।শনিবার ফোন করে নিখোঁজের স্বজন শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ সৈয়দ মুশফিকুল ইসলামের বাড়ি রাজধানীর মিরপুর এলাকায় শেওড়াপাড়া এলাকায়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ নেওয়াজ জানান, গত ২২ আগস্ট পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব যান তার খালু সৈয়দ মুশফিকুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ওসি ৪১১৫০৫৪)। এরপর প্রতিদিনই তার সঙ্গে মোবাইলে কথা হতো। মিনায় শয়তান স্তম্ভে পাথর নিক্ষেপে যাওয়ার আগেও তার সঙ্গে ফোনে কথা হয়েছিল। এরপর সৈয়দ মুশফিকের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। মিনায় তার সঙ্গে পাথর নিক্ষেপ করতে যাওয়া আরও কয়েকজন হাজির সাথে কথা হয়েছে। তবে সৈয়দ মুশফিকের মোয়াল্লেমের ফোনও বন্ধ যাচ্ছে বলে জানান শাহ নেওয়াজ। তিনি বলেন, ‘আমার খালুর সঙ্গে থাকা অন্য হাজিরা বলেছেন, পাথর ছোড়ার সময় খালু নিচে পড়ে যান। এরপর থেকে তার কোনো খবর পাচ্ছি না।গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে কমপক্ষে ৭১৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে প্রায় ৮শ’র মতো।