মোহাম্মদ নাসিম

দৈনিকবার্তা-ঢাকা,২৮ সেপ্টেম্বর ২০১৫ : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে বসেও সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বেগম জিয়াকে ২০১৯ সালে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে ২০১৯ সালের নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিন।

নাসিম সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আয়োজিত সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা দেশের যে সব উন্নয়ন করছেন তার বিবরণ আমরা আগামী নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরবো। জনগণের ম্যান্ডেট নিয়েই শেখ হাসিনার নেতৃত্বেধীন সরকার আবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। ১৯৮১ সালে শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে দেশে ফিরে দলকে সুসংগঠিত করেন এবং গণতান্ত্রিক সকল আন্দোলনে সামনে থেকে সফল নেতৃত্ব দেন।