দৈনিকবার্তা-বগুড়া, ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বগুড়ার কাহালু উপজেলার একটি পেপার মিলের ষ্টক ট্যাংক পরিরস্কার করতে গিয়ে গ্যাস বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো এক শ্রমিক অসুস্থ্য হয়। তাকে হাসপতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়,ঈদের ছুটির পর আজাদ পাল্প এন্ড পেপার মিল নামে কাগজ তৈরীর ওই কারখানা সোমবার খোলে। সকাল ১০ টার দিকে কারখানার এক অপারেটর মন্ড তৈরীর করে রাখার টেস্ট হাউস বা স্টক ট্যাংক পরিস্কার করতে নামে। কিন্তুু সে ট্যাংকের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে সেখানে আটকা পড়ে। তাকে উদ্ধার করতে আরো ২ শ্রমিক ট্যাংকে নামলে তারাও অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে সেখানে অক্স্রিজেন সরবরাহ করে অন্য শ্রমিকরা ট্যাংকে আটকা পড়া ৩ জনকে উদ্ধার করে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে আসালে কর্তব্য চিকিৎসক তাদের মৃত্যু ঘোষাণা করেন। বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন,পেপার মিলের মন্ড তৈরী করে রাখার ওই টেস্ট হাউসে জমে থাকা বিষাক্ত কার্বনমনোক্সাইড গ্যাসের কারনে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।