doinikbarta

দৈনিকবার্তা-গাজীপুর,২৮ সেপ্টেম্বর ২০১৫ : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলের ৩০ বছরে যে উন্নয়ন হয়েছে তার চেয়ে ২৫ গুন বেশী উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার শাসনামলের ১১ বছরে। মন্ত্রী সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রাজবাড়ি মাঠে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীত। কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান প্রধান সেনাপতি হয়েছিলেন, খুনিদের তিনি বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন। তিনি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পথকে বন্ধ করে দিয়ে ছিলেন। এসব ঘটনা থেকেই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

মন্ত্রী আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিলেন জিয়াউর রহমান তাদের মন্ত্রী বানিয়েছেন। ২১ আগস্ট হাওয়া ভবনে বসে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের নেতৃত্বে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের কোন বীজ যেন বেঁচে না থাকে সে জন্য জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানও ষড়যন্ত্র করে যাচ্ছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাহেনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ প্রমুখ। পরে মন্ত্রী মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। মেলায় সরকারের বিভিন্ন দফতরের ৩৬টি ষ্টল অংশ নিয়েছে।