দৈনিকবার্তা-মিনা (সৌদি আরব), ২৪ সেপ্টেম্বর ২০১৫: পবিত্র হজ পালনকালে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার অন্তত ৪৫৩ জন হাজীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েকশ’। সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আগত ৪৫৩ জন হাজীর মৃত্যু হয়েছে। মিনায় এই দুর্ঘটনার পর টুইটারে খবর দেয়া হয়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এর আগে এএফপি’র অপর এক খবরে বলা হয়, এ বছর এটি সৌদি আরবের মক্কায় দ্বিতীয় ট্র্যাজেডি। মক্কায় গ্রান্ড মসজিদে গত ১১ সেপ্টেম্বর ক্রেন উল্টে ১০৯ জনের মৃত্যুর ১২ দিনের মাথায় মিনায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। সিভিল ডিফেন্স সার্ভিস জানায়, মিনায় প্রতীকি অর্থে শয়তানের দিকে পাথর ছুঁড়ে মারার সময় সাধারণত পদদলিত হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকে। প্রায় এক দশক আগে ২০০৬ সালের জানুয়ারিতে এ ধরনের এক দুর্ঘটনায় ৩৬৪ জন হাজী মারা যান। তবে এবারে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় প্রকৃত কারণ জানা যায়নি। মক্কা থেকে প্রায় ৫ কিলোমিটার (তিন মাইল) দূরে মিনায় জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। সংবাদ সংস্থা ৪৫০ জনের আহত হওয়ার খবর দিয়েছে। আহতদের দ্রুত এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেয়ার কাজ চলছে।