দৈনিকবার্তা-ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৫: ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ।দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আওয়ামী লীগের শাসনে বাংলাদেশে বর্তমানে নৈরাজ্য চলছে দাবি করে খালেদা জিয়া বলেছেন, েেসই কারণে ঈদের আনন্দ ম্লান।লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক বার্তায় একথা বলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন খালেদা, ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কোরবানির ঈদ করে তার দেশে ফেরার কথা।বিএনপির প্যাডে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা বলেন, দেশে এক ভয়ঙ্কর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।
আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা। তার আগে বর্তমান পরিস্থিতি ‘দুর্বিষহ’ বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন।দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সঙ্কট দুর্বিষহ অবস্থা সৃষ্টি করেছে।ঈদের সময় দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান খালেদা।বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ এক সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বানও জানান তিনি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও মেলবন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।