Alexis Tsipras takes oath of office after victory in Greece general election

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৫:  গ্রিসে বামপন্থী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাসের নতুন সরকার আজ বুধবার শপথ নিয়েছে।নতুন মন্ত্রিসভা দেশের দুর্বল অর্থনীতিকে পুনরায় চাঙা করে তোলার অঙ্গীকার করেন। সিপ্রাস ঋণদাতাদের বার্তা দিতে যে টিমটি ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পুনরুদ্ধার প্যাকেজ পেতে আলোচনা চালিয়েছিলো, সেটিই রেখেছেন। তবে নতুন প্রশাসনকে বর্ধমান অভিবাসী সংকটও মোকাবেলা করতে হবে।এর আগে সোমবার অ্যালেক্সিস সিপ্রাস টানা দ্বিতীয়বারের মতো গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভের পর এই শপথ নেন তিনি। সোমবার সকালে গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপাস প্যাভলোপিলোস সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা হিসেবে সিপ্রাসকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সিপ্রাস তার মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেন।

মধ্যবর্তী নির্বাচনে সিরিজা পার্টি জয়ী হলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। সরকার গঠনে গতবারের মতো এবারও ডানপন্থ’ী দল ইনডিপেনডেন্ট গ্রিকস পার্টির সঙ্গে জোট করতে হয়েছে। গ্রিসের ঋণ-সংকটের বিষয়টি হবে নতুন সরকারের মূল কর্মসূচি।বিশ্লেষকেরা বলছেন, জনগণ আবারও সিরিজা পার্টিকে ভোট দিয়ে মূলত আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ নিয়ে গুরুতর ঋণ-সংকট মোকাবিলার সুযোগ করে দিল সিপ্রাসকে। সময়মতো বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এ বছরের মাঝামাঝি গ্রিসের অর্থনীতি চরম সংকটে পড়েছিল। এর জের এখনও অব্যাহত রয়েছে।সিপ্রাসের নতুন সরকার শর্ত পূরণ সাপেক্ষে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে ৯ হাজার ৭০০ কোটি ডলার ঋণ পাবে। আগামী অক্টোবরে ঋণদাতারা আবার গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি পর্যালোচনা করবে। সিরিজা পার্টির অনেক এমপি ঋণদাতাদের শর্তের কঠোর বিরোধিতা করেছেন।সিপ্রাস সোমবার শপথ নিয়ে শরণার্থী সংকট নিরসনে গ্রিসের পাশে দাঁড়াতে ইইউর প্রতি আহ্বান জানান।অ্যালেক্সিস সিপ্রাস বলেন, তিনি গ্রিসে শরণার্থী প্রবাহের ভার লাঘবে আরও বেশি সংহতি চান।তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোকে এই ভার বহনে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আর নয়তো ঐক্যবদ্ধ ইউরোপ কথাটার কোনো মানে থাকবে না।