saj-2

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০১৫: ঈদের আগে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপের মধ্যে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।বুধবার সকাল থেকে সুনামগঞ্জে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় তিন পথচারী, চট্টগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন ও লরিচাপায় একজন, বরগুনায় পিকআপ ভ্যান- মোটরসাইকেল সংঘর্ষে দুজন, টাঙ্গাইলে বাস- লেগুনা সংঘর্ষে দুজন এবং গাজীপুরে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।আগামী শুক্রবার বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ উদযাপন করবেন। ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস বুধবার থেকেই ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অনেকেই।গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিচ্ছিন্ন যানজটের খবর পাওয়া গেছে। পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।

আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো দুর্ঘটনার খবর: সুনামগঞ্জ:জেলার ছাতক উপজেলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার সকাল ৮টার দিকে ছাতক- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুজনা গ্রামের মুহিবুর রহমান (৩৫), জামালগঞ্জের হরি (৪২) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জলি রানী (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। । ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা-মামুন চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া :ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে যাত্রীবাহী এনা পরিবহনের বাস চাপায় তিন নারী পথচারি নিহত হয়েছে। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি নারীদের চাপা দিয়ে বাম পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন নারী মারা যায়। নিহতরা হলেন- সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাছির মিয়ার স্ত্রী শামসুন্নাহার (৪০), একই গ্রামের আব্দুল জালালের স্ত্রী আজিজা বেগম (৪৫) ও পার্শ্ববর্তী মহলদার গ্রামের মুতি মিয়ার স্ত্রী আফিয়া বেগম (৪৫)।
পুলিশ জানায়, নিহত ওই তিন নারীসহ আরও কয়েকজন স্থানীয় নোয়াগাও ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ’র চাল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়।এতে ওই বাসে থাকা অন্তত ৮/১০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৱসা দেওয়া হয়েছে। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাসে থাকা যাত্রী হাফিজুর রহমান জানান, বাসটি তারা ঘুমিয়ে ছিলেন। বাসটি কাত হয়ে পড়ে যাবার সময় তারা দুর্ঘটনার বিষয়টি টের পান। গৌরনদী :মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি স্ট্যান্ডে বুধবার সকাল ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাদশা মিয়া(৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। দৌড়দিয়ে রাস্তা পারাপারের সময় উক্ত দূর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কুকার। তিনি বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের মৃত আহম্মদ হাওলাদারের পুত্র। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

পাবনাঃ পাবনার চাটমোহর উপজেলার রামনগর এলাকায় বুধবার সড়ক দূর্ঘটনায় সৌরভ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে রামনগড় গ্রামের মহরম আলীর ছেলে। থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চাটমোহর ছাইকোল রোডের রামনগড় এলাকায় রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সা সৌরভ কে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। থানা সুত্র জানায়, এ ব্যাপারে থানায় কোন মামলা না হওয়ায় সৌরভের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম: চট্টগ্রামের দেওয়ানহাট সেতুর কাছে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং পতেঙ্গায় লরির চাপায় সাইকেল আরোহী এক বালক নিহত হয়েছেন।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, বুধবার সকাল সোয়া ৯টার দিকে বহদ্দারহাট থেকে কাঠগড়গামী ১০ নম্বর রুটের একটি বাস দেওয়ানহাট সেতু পেরিয়ে অন্য একটি বাসকে ‘ওভারটেক’ করার সময় চালক নিয়ন্ত্রণ হারায়।এ সময় বাসটি একটি টেম্পো, একটি রিকশা ও কয়েকজন পথচারীদের চাপা দিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং অন্তত ছয়জন আহত হন।

নিহতরা হলেন- মো. নাঈম (২২), জয়নাল আবেদীন (৬৫) ও মো. মিজান।আহতদের মধ্যে মো. জাহাঙ্গীর (২৬), মো. মহিউদ্দিন (৩০), ফয়েজ আহমদ (৪৫), নূর মোহাম্মদ (৫৫), টিকলু রুদ্র (১৬) ও ইব্রাহিম খলিলকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে পতেঙ্গার স্টিল মিল বাজারের সামনে লরির চাপায় সাইকেল আরোহী এক বালক নিহত ও আরেকজন আহত হন সকাল সাড়ে ১০টার দিকে।নিহত রিয়াদের (১২) বাড়ি কাঠগড় শহরের নাজিরপাড়া বড়বাড়ি এলাকায়। আহত সাইফুল একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন জানান, রিয়াদ ও সাইফুল দুটি সাইকেলে করে যাওয়ার সময় লরিটি তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়। লরিচালককে আটক করা হয়েছে।

টাঙ্গাইল :ঈদযাত্রার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে দুই আরোহী নিহত এবং কালিহাতিতে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান রাজ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কান্দিলা এলাকায় মহাসড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই আরোহী নিহত ও আরও তিন আরোহী আহত হন।নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গোপাল ঘটকের ছেলে সুদেব ঘটক (৫৫) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুলবুল (৪৫)।আহত মোহাম্মদ (৪৯), পাপিয়া (৭) ও শামিউলকে (২৫) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।অন্য দুর্ঘটনাটি ঘটে কালিহাতি উপজেলার হাতিয়া বাইপাস এলাকায়, সকাল ৭টার দিকে।বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ওসি আখেরুজ্জামান জানান, সেখানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর অন্তত ১২ বাসযাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাহন দুটি মহাসড়কের উপরে আটকে থাকায় যানজট দেখা দেয়। পরে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বরগুনা: আমতলী উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ঢাকা কলেজের এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন।আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সকালে উপজেলার চুনাখালী এলাকায় আমতলী-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- তালতলী উপজেলার কেশব লাল শীলের ছেলে ও ঢাকা কলেজের ছাত্র উজ্জল কুমার সহদেব এবং মোটরসাইকেল আরোহী মনির হোসেন সিকদার। আহত আল-আমিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি আমতলীর মহিষডাঙ্গা গ্রামে।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উজ্জল, মনির ও আল-আমিন মোটরসাইকেলে করে আমতলী আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই উজ্জল ও মনির মারা যান।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।গাজীপুর মহাসড়ক পুলিশের এসআই বাহার আলম জানান, বেলা আড়াইটার দিকে ভোগড়া বাইপাস এলাকায় ওই নারী রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় সিগন্যাল অমান্য করে শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।