Gournadi Photo..02

দৈনিকবার্তা-গৌরনদী(বরিশাল), ২২ সেপ্টেম্বর ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলার মাসব্যাপী শয়ন স্মৃতি ফুটবল টুনামেন্টের উদ্ধোধন সোমবার বিকেলে বার্থী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বন্ধু মহলের উদ্যোগে উদ্ধোধনী অনুষ্টান শয়ন স্মৃতি ফুটবল টুনামেন্টের সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লার সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রমীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন টরকী বন্দরের ব্যবসায় বাপ্পা হাওলাদার, শহীদ বেপারী, সাদ্দাম মাঝি, সুমন মিয়া, আরিফ হোসেন, সজিব মিয়া, রাশেদ প্রমুখ। শেষে প্রধান অতিথি খেলার উদ্ধোধন করেন। উল্লেখ্য, মাসব্যাপী ফুটবল টুনামেন্টে ২০ টি দল অংশ গ্রহন করবেন। উদ্ধোধনী খেলা তাঁরাকুপি ফরিদ স্মৃতি একাদশ বনাম ভুরঘাটা বয়াতিবাড়ি সাঈয়েদুর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।