দৈনিকবার্তা-ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিন মাসের টানা বৃষ্টিতে রাস্তা ঘাটের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সারা দেশের সড়ক মহাসড়ক আমরা মেরামত করেছি। সেই রাস্তা বৃষ্টিতে কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে। সে কারণে দুর্ভোগ হবে না সেটা বলা যাবে না। সবাই মিলে এই দুর্ভোগ কীভাবে কমানো যায় সে ব্যাপারে মন্ত্রী উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। মঙ্গলবার দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ১নং রেলগেটে বটতলায় ঢাকা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী, জাতীয় শ্রমিক লীগের তেজগাঁও শাখার সাবেক সভাপতি মো. সামছুল হক ( সামছু) বক্তব্য রাখেন।
মন্ত্রী ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ওয়াদা করেছেন ঈদের তিন দিন আগে ও পরের তিন দিন পর্যন্ত সড়ক মহাসড়কে লরি ও ট্রাক চালাবেন না। শুধুমাত্র পশুবাহী ট্রাক, গার্মেন্টপণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক চলাচল করবে। মন্ত্রী ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা ওয়াদা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।আমরা সবাই চেষ্টা করছি আসন্ন ঈদ ভালো ভাবে উদযাপন করার জন্য। মন্ত্রী বলেন, টানা ভারী বর্ষণের কারণে মহাসড়ক বার বার ঠিক করা হলেও আবার নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দুর্ভোগ কিছুটা হতে পারে। সেজন্য যানজট নিয়ন্ত্রণে মানুষের দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে শতভাগ যানজট মুক্ত করতে পারবো কি না, এটা বলা কঠিন।ট্রাক চালকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনার সাবধানে গাড়ি চালাবেন। কোনো রকম ঝুঁকি নেবেন না। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় স্লো (ধীরে) গতিতে গাড়ি চলছে, এটা যানজট নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, অনেক রাস্তা ছয়বারও মেরামত করা হয়েছে। রাস্তা ঠিক রয়েছে। রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। পশুবাহী গাড়ির জন্য এই মুহূর্তে কিছু জায়গায় গাড়ি স্লো গতিতে যাচ্ছে। গাড়ি স্লো থাকলেও সেটা ১০ মিনিট পর থাকছে না। এটাকে যানজট বলা যাবে না। বাস্তবে কোথাও যানজট নেই। তবে দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তা নিরসনেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, গাড়ির স্লো গতিকে মিডিয়া যানজট বলে। গাড়ির ধীর গতি কেটে গেলে, সেটা কেন মিডিয়া লেখে না?মিডিয়া কর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখন খুব সেনসিটিভ টাইম। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, এমন সংবাদ প্রচার করবেন না। এবার দুর্ঘটনার হার কম জানিয়ে মন্ত্রী বলেন, যেসব কারণে দুর্ঘটনা ও যানজট হয় সেসব জায়গায় ব্যবস্থা নিতে আমরা কার্পণ্য করিনি।
কাদের বলেন, রাস্তায় মাঝেমধ্যে পশুবাহী গাড়ি বিকল হয়ে যাচ্ছে, এজন্য কিছুটা যানজট হয়। যেসব জায়গায় এসব হচ্ছে সেখানকার রাস্তাও তেমন প্রশস্ত না। তবে সব সমস্যা সমাধানের জন্য আরও ধৈয্য ধরতে হবে। আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে, রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারবো। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যেকোনো মূল্যে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।অবিরাম বৃষ্টিপাত আর দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে যে ভোগান্তি হচ্ছে সে বিষয়টি মানুষকে জানানোর অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অতিরিক্ত ভাড়া বিষয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া নিচ্ছে ধরে দিন, আমি ব্যবস্থা নেব। এছাড়া বিআরটিএ, আইন-শৃঙ্খলাবাহিনীর টিম তদারকি করছে। মন্ত্রী যে জায়গায় আসেন সেখানে তাৎক্ষণিক দুভোর্গ থাকে না, পরে সেখানে ভোগান্তি হয় এমন প্রশ্নে তিনি বলেন, আমি চলে যাওয়ার পরও সারাক্ষণ খোঁজ নিই।সড়কে পশুরহাট বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহাসড়কে ৯০ ভাগ ও সিটি এলাকায়ও ৮০ ভাগ পশুরহাট আমার নিয়ন্ত্রণে। রাতারাতি কোনো ছবির পরিবর্তন হবে না।ঈদের ছুটি শুরু হবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে। এ বিষয়ে কোনো প্রস্তুতি রয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে।