দৈনিকবার্তা-ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৫: আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক হামলায় দেশটির অন্তত ১০ সেনা নিহত হয়েছেন৷ এ হামলা আফগান সেনাবাহিনীরই কিছু সদস্যের সহায়তায় সংঘটিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ এ কারণে একে ‘বিদ্রোহীদের’ হামলা বলে মন্তব্য করা হচ্ছে৷মঙ্গলবার স্থানীয় সময় ভোরে জাওযান প্রদেশের কুশ তেপা জেলায় হামলার ঘটনাটি ঘটে৷জাওযানের প্রাদেশিক পুলিশের উপপ্রধান আব্দুল হাফিজ খাশি বলেছেন, আফগান সেনাবাহিনীর কিছু সদস্য চেকপয়েন্ট দিয়ে হামলাকারীদের ঢোকার সুযোগ করে দেয়৷ এ ঘটনায় মোহাম্মদ আলিম নামে এক সেনাসদস্য জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে৷
তিনি বলেন, আফগান সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আলিমসহ হামলাকারীদের অনেকেই হতাহত হয়েছেন৷ তবে ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়৷ কোনো সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি৷ সামপ্রতিক বছরগুলোয় আফগান সেনা ও পুলিশ বাহিনীতে নিজেদের সদস্যের সহায়তায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটায় দেশটির নিরাপত্তা বাহিনীও নিশ্চিত করে কোনো সংগঠনকে দায়ী করতে পারছে না৷