দৈনিকবার্তা-ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৫: আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ইলেকট্রনিঙ্ সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্টান ওয়ালটন৷ মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷
সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ দলের স্পন্সর ছিলো ওয়ালটন৷ ২০১১ সালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আবারো স্পন্সরের দায়িত্ব পেল ওয়ালটন৷ আর সিরিজে কো-স্পন্সর হিসেবে থাকবে ওয়ালটনের অঙ্গ-প্রতিষ্টান মার্সেল৷ বাংলাদেশের বিপৰে টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিটে দল৷ প্রথম টেস্টের আগে ৩ অক্টোবর বিসিবি একাদশের বিপৰে ফতুলস্নায় একটি তিনদিনের ম্যাচ খেলবে অসিরা৷ টেস্ট সিরিজের প্রথম লড়াই শুরম্ন হবে ৯ অক্টোবর৷ ভেনু্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম৷ আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরম্ন হবে ১৭ অক্টোবর৷