image_245124.12-765x510

দৈনিকবার্তা-ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০১৫: আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল সাড়ে ৮ টায় এ জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ঈদগাহের ওই ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। আর বিকল্প ইমাম হিসেবে থাকবেন মুফতি সৈয়দ ওয়াহিদুজ্জামান। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক, তৃতীয় জামাতে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আযহারী ইমামতি করবেন। এছাড়া চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম এবং সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী ইমামমতি করবেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।ঈদের প্রধান জামাত শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সংসদস্যসহ বিশিষ্টজনেরা নামাজে অংশ নেবেন।

এদিকে জাতীয় সংসদ ভবনস্থ দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের হুইপরা, সংসদ-সদস্যরা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লীরা জামাতে অংশ নেবেন। এছাড়া রাজধানীর শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে, আগামী শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ উসাইদ আহমাদ।এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রধান গেট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮ টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।