দৈনিকবার্তা-মংলা, ২২ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জমির ওপর ডেভেলপার গ্রুপ নির্মিত ১৮ তলা ভবন বুঝিয়ে দেয়া সংক্রানত্ম হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ৷ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে কনকর্ড গ্রুপের আনা আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি মো. ইমাম আলী৷ চেম্বার জজ আদালত কোনো আদেশ না দেয়ায় হাইকোর্টের রায় অনুযায়ী ৩০ দিনের মধ্যে জমি ও ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে৷
গত বৃহস্পতিবার হাইকোর্ট এক রায়ে এতিমখানার সম্পত্তিতে কনকর্ড গ্রুপের নির্মিত ১৮ তলা ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে ভবনটি এতিমখানাকে হসত্মানত্মরসহ চার দফা নির্দেশনা দেয়৷দফা চারটি হচ্ছে : ক.আজিমপুর এতিমখানার সম্পত্তি সংরক্ষণ করতে হবে, খ. এতিমখানার সম্পত্তি হসত্মানত্মর সম্পর্কে ২০১৩ সালের ২২ জুলাইয়ের দলিল এবং ২০১৪ সালের ১৩ এপ্রিলের আমমোক্তার নামা দলিল বাতিল ঘোষণা করা হয়েছে৷ কারণ সে গুলো শুরু থেকেই বাতিল৷গ. এতিমখানার জায়গায় কনকর্ডের তৈরি ১৮ তলা বিল্ডিং এতিমখানার পক্ষে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে৷ঘ. কনকর্ডকে আগামী ৩০ দিনের মধ্যে স্থাপনা ও সম্পত্তি এতিমখানাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে৷ আবেদনের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারীর পক্ষে এডভোকেট মঞ্জুর মোরশেদ শুনানি করেন৷