দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ সুমন, মোঃ জাহেদ মীর, মোঃ বাদল মিয়া, মোঃ রিফাত শিকদার, কাজী আফজাল ও মোঃ আনোয়ার হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১টি উন্নতমানের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কিছু দুষ্কৃতিকারী বাসা-বাড়ি, ব্যাংক বা প্রতিষ্ঠানে ডাকাতি সংঘটনের পরামর্শ করছিল। সাধারণত রাজধানীসহ আশেপাশের এলাকায় তারা ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় ২টি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, ডিসি-ডিবি (পূর্ব) মোঃ মাহবুব আলম পিপিএম ও এডিসি খন্দকার নুরুন্নবী এর তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আখতার এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।