দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ৷ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রশ্ন ফাঁসের’ অভিযোগে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়ালে শিক্ষার্থী ও অভিভাবকদের ধাওয়া দেয় পুলিশ৷ এসময় চারজনকে আটক করা হয়৷ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে৷
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান,মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করছিল শিক্ষার্থী ও অভিভাবকরা৷ যেহেতু বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে তাই বিচারাধীন বিষয় নিয়ে কেউ রাস্তায় নামতে পারেন না৷ তাছাড়া মানববন্ধন করার পূর্ব অনুমতি নেয়নি তারা৷ওসি জানান, তাদের নিষেধ করার পরও মানববন্ধনের চেষ্টা করে শিক্ষার্থীরা৷ তাই তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ এসময় চারজনকে আটক করে থানায় আনা হয়৷ তবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি৷
গত শুক্রবার সারা দেশে ৪৪টি কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৮৩ হাজার শিক্ষার্থী৷রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই পরীক্ষার যে ফলাফল ঘোষণা করেছে, তাতে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ৪৮ হাজার ৪৪৮ জন৷ আসন কম হওয়ায় এদের মধ্যে ১১ হাজার ৪৯ জন শেষ পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা৷ সোমবারও বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা৷এদিকে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রোববার হাই কোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ৷প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়৷ সঙ্গে রুল ও নির্দেশনা চাওয়া হয়৷ তবে আজ রিটটি খারিজ করেছেন আদালত৷রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক, দুর্নীতি দমন কমশন (দুদক), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও শেরেবাংলা নগর থানার ওসিসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়৷