033

দৈনিকবার্তা-গাজীপুর, ২১ সেপ্টেম্বর ২০১৫: পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরম্নজ্জামান বলেছেন, আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে মহাসড়ককে নিরাপদ, যানজটমুক্ত ও পশুবাহী ট্রাকে চাঁদাবাজী রোধে পুলিশের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ঈদে মানুষ যাতে চাঁদামুক্তভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারে, রাসত্মায় যেন মানুষ কষ্ট না পায় সে জন্য আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে, সে অনুযায়ী আমরা কাজ করছি৷

তিনি আরও বলেন, ঈদ-উল আজহা উপলৰে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা মোড়কে কেন্দ্র করে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যনত্ম এক হাজার আনসার ও এক হাজার পুলিশ সদস্য ছাড়াও কমিউনিটি পুলিশ, পরিবহন সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা পালাক্রমে কাজ করবে৷ পোশাকধারী পুলিশের পাশাপাশি প্রচুর পরিমানে সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে৷তিনি সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শণে এসে গাজীপুরের চন্দ্রা মোড়ে পুলিশ বঙ্ েসাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান৷

ডিআইজি আরো বলেন, আমার বিশ্বাস অন্যান্য বারের চেয়ে এবার আরো স্বাছন্দে ও নিরাপদে মানুষ বাড়ি ফিরতে পারবেন৷ রাসত্মায় যেন কোন চাঁদাবাজি না হয়, মলম পার্টি বা অন্য কোন ধরণের ক্রাইম না হয়, সে জন্য ব্যবস্থা রয়েছে৷ আমরা সর্বোচ্চভাবে মানুষকে নিরাপদে বাড়ি যাওয়ার জন্য যা যা করা দরকার সব করছি৷এ সময় টাঙ্গাইলের কালিহাতিতে চার জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিআইজি জানান, এই ঘটনায় তদনত্মে কোনো পুলিশ সদস্যের দোষ প্রমাণ হলে তাদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ কাউকে ছাড় দেয়া হবে না৷

ডিআইজি পরে মহাসড়ক ঘুরে দেখেন এবং সড়ক ব্যবস্থাপনা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন৷ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারম্নন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মিজানুর রহমান ছাড়াও পুলিশের উধর্্বতন কর্মকর্তারা৷