2015_09_21_14_40_20_Po6htsYwe8K5EvtfEyP5v1jgNcISdA_original (1)

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: আল্লার অতিথিদের স্বাগত জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কা নগরীর মিনা উপত্যকা৷ তাঁবুর শহর বলে পরিচিত এই মিনাতেই মঙ্গলবার অর্থাত্‍ জিলহজ মাসের ৮ তারিখে আনুষ্ঠানিকভাবে হজের পর্দা উঠবে৷ আগামী পাঁচ দিন অর্থাত্‍ রোববার পর্যন্ত চলবে হজের আনুষ্ঠানিকতা৷ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জড়ো হয়েছেন মিনায়৷ তারা মঙ্গলবার হজের প্রথম দিন সেখানে অবস্থান করবেন৷ পরদিন বুধবার (৯ জিলহজ) সূর্যোদয়ের পরপরই হাজিরা সমবেত হবেন মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাত ময়দানে৷ আরাফাত ময়দানেই লাখো হাজির কন্ঠে উচ্চারিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক’ ধ্বনি৷ প্রায় সাড়ে ১৪০০ বছর আগে এ আরাফাত ময়দানেই রাসূল (সা.) লক্ষাধিক সাহাবির সামনে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন৷

মক্কা ও মদীনার পবিত্র দুই মসজিদের দায়িত্বে থাকা সৌদি বাদশাহ সালমান হজযাত্রীদের আরামের সঙ্গে হজের অনুষাঙ্গিক রীতি রেওয়াজ পালনে সকল ধরনের সেবা দিতে নির্ধারিত সংস্থাগুলোকে কড়া নির্দেশ দিয়েছেন৷স্থানীয় সৌদি গেজেট’ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখ ৭২ হাজার ১৪৮ জন ধর্মপ্রাণ মানুষ হজের জন্য মক্কায় পৌঁছেছেন৷ এদের মধ্যে ৩০৮ জন হাজি মারা গেছেন৷ মঙ্গলবার হজের প্রথম দিনে মিনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ লাখ মানুষ জমায়েত হবে বলে আশা করা হচ্ছে৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি এক বিবৃতিতে জানিয়েছেন, হাজিদের নিরাপত্তার জন্য এক লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে সৌদি সরকার৷ এদের মধ্যে সন্ত্রাসবাদ মোকাবেলা ইউনিট, ট্রাফিক পুলিশ এবং জরুরি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরাও রয়েছেন৷ তাদের দায়িত্ব হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ এবং হাজিদের নিরাপত্তা দেখভাল করা৷ তাদের সঙ্গে আরো রয়েছে সেনা ও ন্যাশনাল গার্ড কর্মীরাও৷এছাড়া মক্কা থেকে মদীনা সফরের দীর্ঘ পথ জুড়ে মোতায়েন করা হয়েছে ৫ হাজারের মত সিসিটিভি ক্যামেরা৷ হজের আগে গত বৃহস্পতিবার মক্কায় একটি সন্ত্রাসবাদ বিরোধী সম্মিলিত মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরবের সেনা ও পুলিশের যৌথ বাহিনী৷মঙ্গলবার মিনায় আরো তিন হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে৷ তারা সেখানে হজের শেষ দিন পর্যন্ত জরুরি ভিত্তিতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷ মিনার চারপাশে ২৭৬টি মোটরবাইকে চড়ে টহল দেবে আরো নিরাপত্তা বাহিনী৷ তারা তাঁবুতে অবস্থানরত হাজিদের দেখভাল করবেন৷এছাড়া হাজিদের স্বাস্থ্যগত সমস্যা দেখভালের জন্যও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷ সৌদি স্বাস্থ্য বিভাগ হজ উপলক্ষ্যে মক্কা ও মদীনায় বিশেষ স্বাস্থ্য টিম এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে৷ এছাড়া সমপ্রতি মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহতেদের হজ করানোর জন্যও বিশেস গাড়ির ব্যবস্থা করেছে সৌদি সরকার৷ আহত হাজিরা ওইসব গাড়িতে করেই মক্কা ও মদীনার পবিত্র স্থানগুলো সফর করবেন৷