2015_09_17_13_54_22_VMlorbV2llyhdCvQEvPAdZuL5fIPMS_800xauto

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০১৫: ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ শতভাগ কমানোর চ্যালঞ্জ সরকার গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি বলেন, ঈদে যাত্রীরা যাতে করে নিরাপদে বাড়ি যেতে পারেন এটাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ সোমবার দুপুরে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান৷এবারের ঈদে যানজট এড়াতে মঙ্গলবার থেকে ঈদের পরের তিনদিন পর্যন্ত মহাসড়কে লরি ও ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷তবে পশুবাহী ট্রাক, গার্মেন্টস পণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানান তিনি৷

মন্ত্রী বলেন, টানা ভারী বর্ষণের কারণে মহাসড়ক বার বার ঠিক করা হলেও আবার নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে দুর্ভোগ কিছুটা হতে পারে৷ সেজন্য যানজট নিয়ন্ত্রণে মানুষের দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে৷ তবে শতভাগ যানজট মুক্ত করতে পারবো কিনা, এটা বলা কঠিন৷বাসচালকদের ওভারটেকিং না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা (চালকরা) সাবধানে গাড়ি চালাবেন৷ গতবারের মতো এবারও যেন লাশের পাহাড় দেখতে না হয়৷ যে কোনো সময় সব স্থান থেকে যেন বাসগুলো সিএনজি নিতে পারে, সেজন্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত সারাদেশে রাত-দিন ২৪ ঘন্টা সিএনজি স্টেশন খোলা থাকবে বলেও জানান সেতুমন্ত্রী৷ ওবায়দুল কাদের বলেন, এবছর অতি বৃষ্টি ও অতি বর্ষণের ফলে রাস্তা ৬ বার সংস্কার করা হয়েছে৷ কিন্তু এরপরও বৃষ্টির জলে রাস্তা ধুয়ে গেছে৷ আর তাই আমরা রাস্তা বারবার সংস্কার করেছি৷ এমনকি অনেক রাস্তা ৬ বার পর্যন্তও ঠিক করা হয়েছে৷ এখনও আমরা সংস্কার করেই যাচ্ছি৷

মন্ত্রী বলেন, এবার ঈদে মহাসড়কে যানজট হবে না৷ তবে গাড়ীর গতি কম হতে পারে৷ কারণ পশুবাহী শত শত গাড়ী আসার কারণে মহাসড়কে গাড়ী ধীরে চলছে৷ আগামীকাল থেকে মহাসড়কগুলো কোনো যানজট হবে না বলে আশা প্রকাশ করেন তিনি৷গাড়ী চালকদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা গাড়ী ওভার লোড, ওভার টেকিং এবং ওভার স্পিডে চালাবেন না৷মহাসড়কে লাশের মিছিল- গত ঈদে গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার কোরবানি ঈদ শেষে যাতে আপনাদের এই সংবাদ শুনতে না হয়, সে কারণে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি৷