photo-1442742191

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৫: ডার্ক লুইস পদ্ধতিতে ভারত এ দলের কাছে ৭৫ রানে হেরে সিরিজ হারল বাংলাদেশ এ দল৷রোববার চেন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ২৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ৷ এরপর বৃষ্টি শুরু হলে ভারত\’এ দলকে ৭৫ রানে জয়ী ঘোষণা করা হয়৷এর আগে সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত৷ সুরেশ রায়নার শতকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা৷ দলের পক্ষে রায়না ১০৪, স্যামসন ৯০ এবং অধিনায়ক উন্মুক্ত চাঁদ ৪১ রান করেন৷ বাংলাদেশের পক্ষে শফিউল ২টি এবং নাসির, আলামিন, রুবেল ও আরাফাত সানি ১টি করে উইকেট লাভ করেন৷

বাংলাদেশ এ দল ব্যাট করতে নামার আগে বৃষ্টির বাধার সম্মুখীন হয়৷ পরে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয় ৪৬ ওভারে ২৯০ রান৷ খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নাসির-মুমিনুলরা৷ শেষ পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করার পর আবারো বৃষ্টির বাধায় পড়তে হয় উভয় দলকে৷ পরে ভারতকে ৭৫ রানে জয়ী ঘোষণা করা হয়৷ বাংলাদেশের পক্ষে সাবি্বর সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন৷ এছাড়া মুমিনুল ৩৭, নাসির ২২ এবং লিটন ২১ রান করেন৷ ভারতের পক্ষে যাদব ও আরাভিন্দ ২টি করে এবং কুলকারনি ও শর্মা ১টি করে উইকেট লাভ করেন৷ প্রথম ম্যাচ ভারত এবং দ্বিতীয়টিতে বাংলাদেশ জয়ী হয়৷ শেষটিতে জিতে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতলো ভারত৷