Jhenaidah Killer arrest Pic-20-09-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ ২০ সেপ্টেম্বর ২০১৫: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে অটো ভ্যানচালক নেহেদ আলী মালিথা (৪০) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শনিবার রাতে কুষ্টিয়া শহর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে৷ জানা যায়, শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়৷ এসময় কুষ্টিয়ার ১৯২ নুরউদ্দিন আহম্মেদ রোডের হরিশংকরপুর আলহাজ্ব ডাল মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়৷ এ সময় পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের একটি বাড়ি থেকে থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যানটি উদ্ধার করে৷ গ্রেফতারকৃতরা হলো শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের দেলবার শেখের ছেলে সুমন ওরফে আক্তার (৪৫)৷ আক্তার বর্তমানে কুষ্টিয়ার লাহিনী বটতলা বসবাস করে৷ অন্য আরেকজন হলো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনচাকি গ্রামের মৃত আব্দূল জলির এর ছেলে আকবর হোসেন (৩৫)৷ সে বর্তমানে কুষ্টিয়ার হাউজিং বি-ব্লক এলাকায় বসবাস করে৷ উল্লেখ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আছালত মালিথার ছেলে নেহেদ মালিথা শুক্রবার একটি ব্যাটারী চালিত অটোভ্যান কিনে ভাড়া মারতে বের হয়৷ এরপর থেকে তার কোন খোঁজ ছিল না৷ শনিবার সকালে শৈলকুপার কাঁচেরকোল গ্রামের মাঠে তার হাত পা বাধা লাশ পাওয়া যায়৷ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া (ওসি) এম এ হাসেম খান জানান, নেহেদ হত্যার মোটিভ ও ক্লু পুলিশ ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সমর্থ হয়েছে৷ এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জু খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে৷ যার নং-১৪, তারিখ-২০/০৯/২০১৫৷ রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে৷