দৈনিকবার্তা-ঝিনাইদহ ২০ সেপ্টেম্বর ২০১৫: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে অটো ভ্যানচালক নেহেদ আলী মালিথা (৪০) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শনিবার রাতে কুষ্টিয়া শহর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে৷ জানা যায়, শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়৷ এসময় কুষ্টিয়ার ১৯২ নুরউদ্দিন আহম্মেদ রোডের হরিশংকরপুর আলহাজ্ব ডাল মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়৷ এ সময় পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের একটি বাড়ি থেকে থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যানটি উদ্ধার করে৷ গ্রেফতারকৃতরা হলো শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের দেলবার শেখের ছেলে সুমন ওরফে আক্তার (৪৫)৷ আক্তার বর্তমানে কুষ্টিয়ার লাহিনী বটতলা বসবাস করে৷ অন্য আরেকজন হলো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনচাকি গ্রামের মৃত আব্দূল জলির এর ছেলে আকবর হোসেন (৩৫)৷ সে বর্তমানে কুষ্টিয়ার হাউজিং বি-ব্লক এলাকায় বসবাস করে৷ উল্লেখ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আছালত মালিথার ছেলে নেহেদ মালিথা শুক্রবার একটি ব্যাটারী চালিত অটোভ্যান কিনে ভাড়া মারতে বের হয়৷ এরপর থেকে তার কোন খোঁজ ছিল না৷ শনিবার সকালে শৈলকুপার কাঁচেরকোল গ্রামের মাঠে তার হাত পা বাধা লাশ পাওয়া যায়৷ শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া (ওসি) এম এ হাসেম খান জানান, নেহেদ হত্যার মোটিভ ও ক্লু পুলিশ ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করতে সমর্থ হয়েছে৷ এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জু খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে৷ যার নং-১৪, তারিখ-২০/০৯/২০১৫৷ রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে৷
শৈলকুপায় ভ্যান চালক হত্যায় জড়িত দুই আসামী গ্রেফতার : অটো ভ্যান উদ্ধার
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....