DSC_6593 - Copy

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৫: গত ১৯/৯/২০১৫ তারিখ রাত ০৮.৩০ টায় ঢাকা মহানগরীর গুলিসত্মানসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ৷ গ্রেফতারকৃতদের নাম নিয়ামুল শরীফ আহাম্মেদ, মোঃ আল আমিন, মোঃ কবির আকন, কালু মিয়া, মোঃ সাদ্দাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আলম ওরফে শাহআলম, মোঃ হাফিজ মিয়া ওরফে টুকু ও মোঃ বিলস্নাল বেপারী৷ এ সময় তাদের হেফাজত হতে একজন ভিকটিম (মোসত্মাকিম), ১০০টি নেশাজাতীয় এটিভেন-২ ট্যাবলেট ও ১টি চুরি করা সিএনজি উদ্ধার করা হয়৷

উক্ত চক্রের সদস্যগণ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে ডাব, শরবত, কোমল পানীয় অথবা চায়ের সাথে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে যাত্রী/সিএনজি ড্রাইভারদের খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকা পয়সাসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়৷ তারা মূলত টার্গেট হিসেবে সিএনজি চালক, বাস যাত্রী ও কোরবানীর ঈদ উপলৰে গরম্ন ব্যবসায়ীদের বেছে নেয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ৪/৫ বছর যাবত্‍ এ পেশার সাথে জড়িত৷ তাদের প্রতিটি গ্রম্নপে ২০/২৫ জন সদস্য থাকে৷ ইতোপূর্বে তারা একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে এসে পূনরায় একই অপরাধ করে৷ দলনেতা আসামী নিয়ামূল শরীফ গত ০২/০৯/২০১৫ তারিখে জামিনে মুক্তি পেয়ে পূনরায় একই কাজ অব্যাহত রাখে৷ সেলিম নামে তাদের একজন সদস্য এটিভেন-২ ট্যাবলেট অন্যেরক মাধ্যমে সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে৷ সেলিমসহ এই চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি, ডিবি (দৰিণ) মাশরম্নকুর রহমান খালেদ এর নির্দেশনায়, এডিসি রাজীব আল মাসুদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়৷