igp-up-33149

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৫: টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ ও গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনার পেছনে তৃতীয় কোনো বিষয় রয়েছে বলে মনে করছেন পুলিশ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মোখলেসুর রহমান। রোববার পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভাশেষে সংবাদ সম্মেলনে কালিহাতীর ঘটনাকে দুঃখজনক ও ‘অনভিপ্রেত বলেছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে মোখলেসুর রহমান বলেন, যদি ওসি এক নম্বর আসামিকে খাতির করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সদর দফতরে ঈদুল আজহা উপলক্ষে পুলিশি নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা চান।

ঈদুল আজহা উপলক্ষে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা চাইলেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি মোখলেসুর রহমান মোখলেসুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ঈদ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকদারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা পুলিশ নিয়োজিত থাকবে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদের সময় অজ্ঞান ও মলম পার্টির আনাগোনা বেড়ে যাওয়ায় এসব স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।তিনি বলেন, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা রুখতে আইন-শৃঙ্খলা বাহিনী সদা সজাগ থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাতে ও দিনে দুই ধরনের দায়িত্ব বন্টন করা হয়েছে।

উপস্থিত সাংবাদিকসহ সর্ব সাধারণের উদ্দেশে ভারপ্রাপ্ত আইজিপি বলেন, আপনাদের সামনে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সে বিষয়টি সংশ্লিষ্ট এলাকার পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনাদের সকলের সহযোগিতা চাই। ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন। গুলিতেই তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন।এ ঘটনায় তিন উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলাও হয়েছে।

সাংবাদিকরা ওই ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেন, ঘটনার পর (ধর্ষণের) মামলা হয়েছে, পুলিশ ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু একদিন পর মহাসড়ক বন্ধ করা, আমি মনে করি এখানে তৃতীয় কোনো বিষয় জড়িত আছে।তৃতীয় বিষয়’টি ‘রাজনৈতিক’ কীনা- এমন প্রশ্নে তিনি বলেন, একটি ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করেছে। সবকিছু ঠিকমত যখন এগোচ্ছে, তখন মহাসড়ক বন্ধ করে দিয়ে এই ধরনের ঘটনা ঘটবে কেন, সেটা বুঝতে হবে।ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করা হলেও গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এক নম্বর আসামির বাড়িতে কালিহাতী থানার ওসি ভাড়া থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।