2015-09-20_3_146619

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৫: গ্রিসের উপকূলে রোববার ভোরে ৪৬ জন অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে৷ গ্রিসের কোস্টগার্ড ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি৷অভিবাসীদের সবাই সিরিয়া এবং আফগান নাগরিক বলে এবিসি অনলাইন উল্লেখ করেছে৷ কোস্টগার্ড জানিয়েছে, লিথুনিয়ান হেলিকপ্টার প্রথমে গ্রিসের দক্ষিণ-পূর্ব উপকূলীয় দ্বীপ লেসবোর কাছে প্রথম অভিবাসীদের দেখতে পায়৷ পরে খবর পেয়ে গ্রিসের দুটি উদ্ধারকারী জাহাজ ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ২৬ জনের কোনো সন্ধান পাওয়া পায়নি৷

একইভাবে শনিবারও এই দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনা ঘটলে ১০ থেকে ১২ জন অভিবাসীর সলিল সমাধি হয়৷দেশে দ্বন্দ্ব-সংঘাতের কারণে সিরিয়া এবং আফগান শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন৷ পথিমধ্যে নৌকাডুবিতে এখন পর্যন্ত অসংখ্য মানুষের জীবনহানির ঘটনাও ঘটেছে৷এ সব শরণার্থী গ্রিস হয়ে তুরস্ক উপকূলে যান৷ সেখান থেকে বলকান রাষ্ট্র হয়ে ইউরোপীয় ইউনিয়নের ধনীতে রাষ্ট্রে নিরাপদ আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন৷