দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৫: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। তিনি বলেন, নিরাপত্তায় সাদা পোশাকেও র্যাব সদস্যরা কাজ করছেন।রোববার বেলা ১২টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ নিরাপত্তা নিয়ে র্যাবের বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বেনজির আহমেদ বলেন, অন্য বছরের ন্যায় এবারো দেশব্যাপী কয়েকস্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
তিনি জানান, ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, পশু পরিবহন, গার্মেন্টস শিল্প, বিপণিবিতান, বাস- রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।দেশবাসী যেনো নির্ভয়ে গরুর হাটে কোরবানির পশু কেনাবেচা করতে পারেন সেজন্য র্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ইউনিফর্মে নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজী,ছিনতাইকারী ও টিকিট কালোবাজারিদের আটকের ব্যবস্থা জোরদার করেছে। এছাড়াও কোরবানির পশু অতিদ্রুত গন্তব্যে পাঠানোর সহায়তাসহ কাঁচাচামড়া পাচার রোধে বহির্গমন মহাসড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নদী পথে নৌ-টহলের ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।এছাড়া ঈদের দিন ও পরবর্তী এক সপ্তাহ ঢাকাসহ বিভিন্ন ওয়ার্ডভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে জোর করে যারা চামড়া কিনবেন তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।গত ১৬ সেপ্টেম্বর থেকে র্যাব এ নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী কয়েক স্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।নিরাপত্তা নিশ্চিত কল্পে রাজধানীসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে উল্লেখ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতোমধ্যেই র্যাব গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাবের বিশেষ আভিযানে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. জাহাঙ্গীর মিয়া (২৫), মো. বাবুল সিকদার (৪৭), মো. আবুল কালাম (৩৬), মো. সেলিম (৪০), দুলাল বাবু (৬০), মো. তৌহিদুল ইসলাম বাপ্পি (১৪), মো. শরীফ (২৫) ও শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়।গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব।
আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকাসহ দেশব্যাপী গুরুত্বপূর্ণ পশুর হাট, পশু পরিবহন, গার্মেন্ট শিল্প, বিপণী বিতান, বাস ও রেলষ্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরী ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যব¯’া জোরদার করা হয়েছে। ঈদ উপলক্ষে যাতে নির্ভয়ে বিভিন্ন গরুর হাটে কোরবানীর পশু কেনা-বেচা করতে পারে সে জন্য র্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি ইউনিফর্মে নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজ, ছিনতাইকারী এবং টিকেট কালোবাজারীদের গ্রেফতারের ব্যব¯’া জোরদার করা হয়েছে এবং ঢাকা শহরের বড় বড় কোরবানীর পশুর হাটে র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
শহরে প্রবেশ ও বাহির পথসমূহসহ গুরুত্বপূর্ণ স্থানে পেট্রোল জোরদার করার পাশাপাশি মাঝে মাঝে মোবাইল চেকপয়েন্ট স্থাপন করে তল্লাশী পরিচালনা এবং স্থানভেদে মোটরসাইকেল টহল বা পায়ে চলা টহল দল নিয়োগ করা হবে। র্যাবের বো¤¦ ডিসপোজাল ইউনিট ও র্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে বিভিন্ন বাস, ট্রেন, লঞ্চ ষ্টেশন ও বিভিন্ন স্থানে আকস্মিক স্যুইপিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধকল্পে র্যাবের প্রতিটি ব্যাটালিয়নে বিশেষ ষ্ট্রাইকিং রির্জাভ ফোর্স সার্বক্ষণিকভাবে ষ্ট্যান্ডবাই থাকবে। জাতীয় ঈদগাহ্ ময়দান এলাকায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় সিসিটিভি বা ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক সকল কার্যক্রম সদর দপ্তর থেকে মনিটর করা হচ্ছে।
ঈদের আনন্দে যখন সমগ্র জাতি উদ্বেল থাকবে র্যাব তখনও শান্তি শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় সারা দেশব্যাপী অতন্দ্র প্রহরী হিসেবে নিয়োজিত থাকবে। এদিকে, মহাসড়কে গরুর ট্রাক থেকে পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মোখলেসুর রহমান।ভারপ্রাপ্ত আইজিপি বলেন, দু’একজন পুলিশ সদস্যের জন্য পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। যদি কোনো পুলিশ সদস্যের বিষয়ে চাঁদা নেওয়ার নির্দিষ্ট অভিযোগ থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক বরখাস্ত ছাড়াও বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত আইনে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে।পুলিশের এ ধরনের কর্মকাণ্ড নজরদারি করতে ইন্টেলিজেন্স ও ফিল্ড কমান্ডাররা নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি।