DSC_6538

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৫: রাজধানীর শাহআলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতদের নাম আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপন ও হযরত আলী। এ সময়ে তাদের হেফাজত হতে ১টি পিস্তল ও ১টি ওয়ান শুটার গান এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাদের হেফাজতে ছিল। এই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা মিরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে মিরপুর এলাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।ডিসি-ডিবি (পশ্চিম) মোঃ সাজ্জাদুর রহমান এর সার্বিক নির্দেশনায় অতিঃ উপ- পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে, পল্লবী জোনাল টিমের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার সাইফুল্লাহ মোঃ নাছির এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।