দৈনিকবার্তা-তানোর, ১৯ সেপ্টেম্বর ২০১৫: গতকাল শনিবার সকালে তানোর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনীময় সভা করেছেন তানোর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নাজিম উদ্দিন। তানোর পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে তিনি বলেন আসন্ন তানোর পৌরসভার নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন পাওয়ার ইংগীত ও উপর মহলের নির্দেশে তিনি প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগ শুরু করেছেন। গনসংযোগ কালে জনসাধারনের কাছে ব্যাপক সমর্থন ও সহযোগীতা পাচ্ছেন বলেও জানান তিনি।
৩২বছর ধরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা এই আ’লীগ নেতা নাজিম উদ্দিন আরো বলেন মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন পেলে তিনি ব্যাপক ভোটে নির্বাচিত হওয়ার আশা ব্যাক্ত করেন। তিনি মেয়র নির্বাচিত হলে তানোর পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিক করবেন বলেও জানান। এসময় তার সাথে ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা। এসময় উপস্থিত ছিলেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংবাদিক আলিফ হোসেনসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।