Saju Tanore 19-09-2015 jubomoyttri photo-1

দৈনিকবার্তা-তানোর, ১৯ সেপ্টেম্বর ২০১৫: রাজশাহীর তানোরে যুবমৈত্রীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণপুর বাজারে যুবমৈত্রীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা যুবমৈত্রী সভাপতি মনির উদ্দিন পান্না। তানোর উপজেলা যুবমৈত্রী সভাপতি আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মাসুম আক্তার অনিক,তানোর উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার,তানোর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি কর্ণে নিউস মার্ডি। বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুশন্না মার্ডি, আদিবাসী নেতা দূরবীণ কিসকু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তানোর উপজেলা যুবমৈত্রী সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিমুল।