দৈনিকবার্তা- গৌরনদী , ১৯ সেপ্টেম্বর ২০১৫: গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গৌরনদী-সরিকল সড়কের কতুবপুর বাজারে বুধবার দিবাকাল রাত ১.২০ ঘটিকার সময় ভয়াবহ অগি্নকান্ডে একটি মুদি মহাজনি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে৷ ফায়ার সার্ভিসের গৌরনদী ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন৷ তাতে ব্যবসায়ীর প্রায় ৭ লক্ষ টাকা মালামাল ক্ষতিসাধন হয় ৷
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো: মোস্তফা কামাল জানান, আগুনে তিনি সর্বশান্ত হয়ে গেছেন তাতে তার প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে৷