gournadi  photo 19,9,15

দৈনিকবার্তা- গৌরনদী , ১৯ সেপ্টেম্বর ২০১৫: বাংলাদেশের জাতীয় ও ঐতিহ্যবাহী খেলা হা-ডুডু খেলা আজ প্রায় বিলুপ্ত৷ আজ আপনারা যারা এ খেলাকে ভালবেসে ঐতিহ্যবাহী হা-ডুডু খেলার টিম রেখেছেন ও খেলেছেন আপনাদের সকলকে জানাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন৷ এই জনপ্রিয় ও বাংলাদেশের জাতীয় খেলাকে ভালবাসেনা সে বাংলাদেশও ভালবাসে বলে আমি বিশ্বস করিনা৷ বরিশালের গৌরনদী পৌর এলাকার আশোকাঠী ব্রাক অফিসের সামনের বালুর মাঠে বিবাহিত বনাম অবিবাহিত ফাইনাল খেলায় প্রধান অতিথির পুরস্কার বিতরনী অনষ্ঠানে একথা বলেন গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ চৌকস ওসি মো.আলাউদ্দিন মিলন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি বরিশাল ডটকম সম্পাদক তৌহিদী মাহমুদ তুহিন,মাস্টার মো. মিজানুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল মিয়া,ফরহাদ হোসেন সরদার৷

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ফাইনাল খেলা আরম্ভ হয়,খেলায় ২-১ গোলে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দলের খেলোয়াররা৷ বিবাহিত দলের টিম ম্যানেজার ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.মিলন ফকির ও অবিবাহিত দলের টিম ম্যানেজার ছিলেন উপজেলা যুবলীগের নেতা মোফাজ্জেল হোসেন সরদার৷ খেলা শেষে বিজয়ী অবিবাহিত দলের টিম ম্যানেজার ছিলেন উপজেলা যুবলীগের নেতা মোফাজ্জেল হোসেন সরদারের হাতে পুরস্কার তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ চৌকস ওসি মো.আলাউদ্দিন মিলন৷ খেলা পরিচালনা করেন সাবেক কৃতি খেলোয়ার ফিরোজ মিয়া৷