Gazipur-(2)- 19 September 2015- Tax Prize giving

দৈনিকবার্তা-গাজীপুর, ১৯ সেপ্টেম্বর ২০১৫: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত গাজীপুর কর অঞ্চলের সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাগণকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আনোয়ার সাদাত, সেরা করদাতা মোঃ মোবারক হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান করেন। ২০১৪-২০১৫ কর বছরের সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন টেলিকম ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টিড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি ব্যবসায়ী মোঃ মোবারক হোসেন। এনিয়ে তৃতীয় বারের মত গাজীপুর কর অঞ্চলের সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে এছাড়াও জেলার ৯জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।