Gournadi Photo 18-09-15 (3)

দৈনিকবার্তা- আগৈলঝাড়া, ১৯ সেপ্টেম্বর ২০১৫: সনাতন ধর্মের স্বর্গীয় শিল্পী বিশ্বকর্মা পূজাঁ ও চিরায়ত নৌকা বাইচ বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে৷ পঞ্জিকা মতে প্রতিবছর, ভাদ্র মাসের শেষ দিনে স্বর্গীয় শিল্পী বিশ্বকর্মা দেবের পূজাঁ অনুষ্ঠিত হয়ে আসছে৷ এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্বর্ণ ও কামার শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ হিন্দু ধর্মীদের বাড়িতেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্বাড়ম্বরের সাথে গতকাল শুক্রবার বিশ্বকর্মা পূজাঁ অনুষ্ঠিত হয়েছে৷ ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পূজাঁ অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়৷ বিকেলে উপজেলার পয়সারহাট নদীতে (রামশীল এলাকায়) সনাতন ধর্মের চিরায়ত প্রথা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে৷ সু-দৃশ্য নয়নাভিরাম নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উপজেলাসহ দুর-দুরান্ত এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে নদীর তীরবর্তি এলাকায়৷ এছাড়াও বিভিন্ন এলাকার খালে নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে৷