দৈনিকবার্তা-ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৫: ষড়যন্ত্র নয়, দেশের স্বার্থ রক্ষার জন্যই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশটা বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। এই কারাগারে থেকে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না।সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধংস করছে।হান্নান শাহ বলেন, খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন গিয়েছেন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার ভুমিকা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে জিয়া পরিষদ।
হান্নান শাহ বলেন, দেশের সমস্যা, দেশের ভবিষ্যৎ এবং দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করতে লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া।খালেদা জিয়ার লন্ডর সফরে বিএনপির প্রাপ্তি প্রসঙ্গে হান্নান শাহ বলেন, শুধুমাত্র ছেলে ও নাতনীকে দেখতে খালেদা জিয়া যুক্তরাজ্যে যাননি। দলের অভ্যন্তরীণ সমস্যা ও সংস্কারের বিষয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতেই তিনি লন্ডনে গেছেন।জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, র্যাব, বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে আবারো প্রমাণিত হয়েছে জনগণ বর্তমান ক্ষমতাসীনদের চায় না। শুধু তাই নয়, ওপার বাংলার প্রতিবেদনেও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারকে জনগণ চায় না।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা অনেকেই এখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ। তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা অনেকেই এখন আওয়ামী লীগের রাজনীতি করে। দেশে কোনো আইনের শাসন নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে আজ তিনভাবে মানুষকে হয়রানি করছে সরকার। পুলিশের পোশাক পরে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের তুলে নেয়া হচ্ছে। ডিবি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় র্যাব তুলে নিয়ে যাচ্ছে।
আর এতেই প্রমাণ হয়, দেশে আজ কোনো সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য আপনারা কমিটি গঠন করুন। আর ওই কমিটি দেশের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করে আমাদের কাছে তুলে ধরবে। পরবর্তিতে আমরা সেই সকল সমস্যা সমাধানের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবো।আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে গোল টেবিল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংগঠনের সহকারি মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।